বার্ধক্য জীবন
প্রদীপ কুমার সামন্ত
বার্ধক্য জীবন , বড় কঠিন জীবন
ভগ্ন শরীরে মন্হর গতিতে পথ চলা
নিকষ কালো অন্ধরাতে
অতীত জীবনের কথা বলা ।
অতৃপ্ত বাসনা হৃদয়ে জ্বালা দেয়
এত সাধ, এত ভালবাসা
অর্থ , যশ , প্রভাব , প্রতিপত্তি
সব ছেড়ে চলে যেতে হবে একদিন
নীল নীলিমার সুদূরপারে ।
ঘুমিয়েছে পলাতকা মেঘ
হারিয়েছে তার গতিপথ
যুদ্ধবাজের হাতে নেমেছে শিথিলতা
ক্লান্ত হৃদয়ে , ভগ্ন শরীরে
অলস ও অবশতার বীজমন্ত্র উপস্হিত ।
উজ্জ্বল আলোকরশ্মি অস্পষ্ট মনে হয়
দেহের নানা স্হানে ক্ষত ও যন্ত্রণাময়
আশায় আর বুক বাঁধে না
রঙিন স্বপ্নে গলা সাধে না
শেষ তরী বাইবার প্রতিক্ষায়
প্রহর গোণে দগ্ধহৃদয় ।
============================== ==
প্রেরক - প্রদীপ কুমার সামন্ত / সম্পাদক- দীপশিখা/ উমেদ পুর , পোষ্ট - চাউল খোলা , জেলা - দঃ 24 পরগণা , পিন্- 743377
No comments:
Post a Comment