মায়ের হাতের পিঠে
চন্দন চক্রবর্তী
শীতটা এলেই মনে আসে
পিঠে পুলির কথা
হারিয়েছি যা ছেলেবেলায়
পাই যে মনে ব্যাথা ।
হারিয়েছে আজ খেজুর রসে
ভরা মাটির হাঁড়ি
নতুন ধানের চালের গুঁড়োর
গন্ধে বাতাস ভারী ।
পাটালি গুড়ের কথায় মনে
ভেসে আসে ছবি
ঝোলা খেজুর গুড়ের কথা
তাও কি ভুলতে পারি !
দুধ আর কোথায় মেলে এখন
দুধ মেলে না মোটে
সব চেয়ে বেশি মনে আসে
মায়ের হাতের পিঠে ।।
চন্দন চক্রবর্তী, 2 নাম্বার রোড, গ্রাম : প্রীতিনগর, পোস্ট : প্রীতিনগর, থানা : রানাঘাট, জেলা : নদীয়া, পিন : 741247
No comments:
Post a Comment