কেন চলে গেলে?
শিব ব্রত গুহ
কেন চলে গেলে আমায় ছেড়ে তুমি?
তোমায় যে বড় ভালোবাসতাম আমি।
তুমি যে ছিলে আমার প্রথম ভালোবাসা,
তোমাকে ঘিরে ছিল আমার সব স্বপ্ন,
আর আশা।
আমার ভালোবাসার দাম তুমি যে দিলে না,
আমার সাথে ভালোবাসার নামে তুমি যে,
করে গেলে ছলনা।
তোমায় ভালোবেসে আমি সর্বস্বান্ত হলাম,
এখন ভাবি, কেন? কেন? আমি তোমায়
ভালোবাসতে গেলাম?
ভালোবাসার প্রকৃত মানে তুমি জানো না?
তাই তো, আমায় দিতে পারলে এত যন্ত্রনা,
শুধু যন্ত্রনা।
ভালোবাসার অভিনয় জানো ভালোই তুমি,
তোমায় ভালোবেসে দগ্ধে দগ্ধে মরছি
আমি।
হে সুচরিতা, যে কষ্ট তুমি দিলে আমায়,
ভগবানের কাছে প্রার্থনা করি, সেই
কষ্ট যেন তোমায় কখনো পেতে না হয়,
পেতে না হয়,
পেতে না হয়।
শিবব্রত গুহ
৩/এ, কে.পি. রায়. লেন,
পোস্ট ঃ হালতু,
থানা ঃ গড়ফা,
কোলকাতা - ৭০০ ০৭৮,
No comments:
Post a Comment