Sunday, January 12, 2020





বিপ্লব গোস্বামি : কবি বিপ্লব গোস্বামী ১৩৯৪ সালের ৩০ চৈত্র আসামের করিমগঞ্জ জেলার কালিবাড়ি গ্ৰামে জন্ম গ্ৰহণ করেন।তার পিতার নাম বাবুলাল গোস্বামী ও মাতার নাম সেতু গোস্বামী।উচ্ছ শিক্ষা সম্পূর্ণ করে তিনি আসাম সরকারের অধীন শিক্ষকতায় রত।তিনি খুব সাহিত‍্যনুরাগী।নিয়মিত সাহিত‍্য চর্চায় রত।দেশ বিদেশের বিভিন্ন পত্র পত্রিকায় তার লেখা প্রকাশিত হচ্ছে।কবি ঈশান বাংলা সাহিত‍্য পত্রিকার সম্পাদক। ২০১৮  সালে বরাক উপত‍্যকা বাঙ্গালি কবি পরিষদ ও মানব ধর্ম বিকাশ পরিষদ কবিকে 'কবিশ্রী' সম্মাননা ও ২০১৯ সালে ত্রিপুরা সাহিত‍্য পরিষদ কবিকে 'কাব‍্যজ‍্যোতি' খেতাব প্রদান করে।এছাড়াও কবি অনেক সম্মাননা লাভ করেছেন।




বিপ্লব গোস্বামী র দুটি কবিতা


তুই আজো বুঝলি না

    বিপ্লব গোস্বামী

    আমি যে তোর কে
  তুই আজো বুঝলি না।
 কতটা তোরে বাসি ভালো
একদিনও খোঁজ লইলি না।

আমার বদলে অন‍্য কেউ
তোর আছে হৃদয় জুড়ে।
আড়াল হতে বাসব ভালো
  কভু যাব না দূরে সড়ে।

   যতই তোই ঘৃণা করিস
   তবু ভালোবাসব তকে।
  নাইবা পেলাম স্মৃতি তবু
     আগলে রাখব বুকে।




ভাইফোঁটা

বিপ্লব গোস্বামী

বোনে হাতের ফোঁটা নিয়ে
      ভাই করল পণ ;
তোর মতো আর কাউকে
    হতে হবে না ধর্ষণ।
একদিন তোর মুখে সত‍্যি
        ফোটাবো হাসি ;
যেদিন নর পশু ধর্ষকের
   কণ্ঠে ঝুলবে ফাঁসি।
অন‍্যায় অবিচার অধর্ম অকর্ম
   সব একদিন হবে শেষ ;
   যেদিন পবিত্র নারী শক্তি
       শাসন করবে দেশ।

No comments:

Post a Comment

দিনাজপুর জেলার ইতিহাস অনুসন্ধান দ্বিতীয় খণ্ড

দিনাজপুর জেলার ইতিহাস অনুসন্ধান ( দ্বিতীয় খণ্ড ) দিনাজপুর জেলার ইতিহাস অনুসন্ধান দ্বিতীয় খন্ড  প্রকাশক : চক্রবর্তী এন্ড সন্স পাবলিকেশন  সম...