জীবন যুদ্ধে
ইন্দিরা গাঙ্গুলি
জীবন যে শুধু চলার নাম,
থেমে গেলেই ব্যর্থ জীবন;
কান্না হাসি সুখ দুঃখ,
সাথে নিয়েই চলতে হবে তাই;
চলার পথে অনেক বাঁধা আসবে ঘুরে ফিরে,
তবু যদি চলা থামাও;
তবেই হবে হারতে।
তাই তোমরা পথের কাঁটা দূর করে,
এগিয়ে চলো সামনের দিকে;
বাঁচতে গেলে সবাই কেই যুদ্ধ করতে হবে,
কুরুক্ষেত্রের যুদ্ধ নয়,
এতো জীবন যুদ্ধ।
No comments:
Post a Comment