শর্মামশাইয়ের বনভোজন
ব্রজকিশোর রজক
বনভোজনের জন্য রেডি ভীষ্মলোচন শর্মা
কোথায় যাবে চিন্তা করে চায়না নাকি বার্মা।
কি কি খাবার খেতে হবে তৈরী করে লিস্টি-
থাকতে হবে নোনতা টক, একটুখানি মিষ্টি।
শর্মামশাই ভাঙ্গা খাটে শুয়ে দেখে স্বপ্ন
শীতেরবেলা বনভোজনের নিতেই হবে যত্ন।
হাভাতে তাঁর সংসারতে নাহোক ভালো রান্না
বনভোজনে না বললেই স্ত্রী জুড়ে দেন কান্না।
পকেটে হাত দিয়েই দেখেন এক্কেবারে ফাঁকা
কি করবে এখন বাবু বন্ধ জ্ঞানের চাকা।
জঙ্গলেতে আগুন জ্বলার খবর তখন এল
শর্মামশাই মনকমলে একটু বাতাস পেল।।
গ্রাম+ পোস্ট : টাঙ্গিনোয়াদা
জেলা: পুরুলিয়া
পশ্চিমবঙ্গ
পিন নং: ৭২৩১৩০
No comments:
Post a Comment