Sunday, January 12, 2020

ছাবির আহমেদ







মরীচিকা
   ✍️ছাব্বির আহমেদ

মরুর উপর ছুটি আমি  তোমার পিছু ছেড়ে,
পাইনা অবকাশ।
চিকন থেকে গন্ধ ছড়ায় বুকের মাঝে লেলিহান শিখা;
দেখে তোমার চোখের চাওনি।
নিরাভরণ দেহে ছড়ায় উত্তাপ,
সকল দুঃখ গেল ঘুচে।
দূর থেকেই দেখেছিলাম তোমার অবস্থান;
মুখ হইলো রজনীগন্ধ্যা।
সাগর জলে ফেলিলাম আমার পদাতল;
হৃদয় হইলো ক্ষতবিক্ষত।
দেখিলাম চুপি চুপি, আমারি ভুলের জন্য; তোমার মিথ্যা অবস্থান।
শেষ বিকেলে তোমার দিকে যখন ঘুরে দেখলাম; আসা ছাড়িলাম ফিরে পাবার।
রাতের আঁধারে ডুবলো আমার তরী;
মন হইলো ব্যাকুল।
বালির বাঁধে পড়িল চাপা তোমার দেহ।
বিঁধিলো সর বুকের মাঝে, হারালাম তোমার সুন্দর মুখ।

No comments:

Post a Comment

দিনাজপুর জেলার ইতিহাস অনুসন্ধান দ্বিতীয় খণ্ড

দিনাজপুর জেলার ইতিহাস অনুসন্ধান ( দ্বিতীয় খণ্ড ) দিনাজপুর জেলার ইতিহাস অনুসন্ধান দ্বিতীয় খন্ড  প্রকাশক : চক্রবর্তী এন্ড সন্স পাবলিকেশন  সম...