Sunday, January 5, 2020




কৈলাশ থেকে মর্তে এলে।
           দিলীপ রায়।

তুমি কৈলাস থেকে মর্তে এলে
গরীবের দুঃখ ঘোঁচাবে বলে।
হীরের গয়না আর সোনায় মুড়ে
গরীবের কথা গেলে ভুলে।
আলো ঝলমল প্যান্ডেলেতে
 তুমি ঠায় দাঁড়িয়ে দিনে রাতে।
তোমার সামনে অনাথ শিশু
উদাম গায়ে পথের ধারে।
ভিড়ের মাঝে দূরের থেকেই
তোমার ও রূপ দারিয়ে দেখে।
ফিরেও তুমি দেখলে না মা
একটিবারও তাদের পানে।
তোমার কৃপা পায়না তারা
থাকে যারা অনাহারে।
গরীবের ঘরে আসো না তুমি
আসো তুমি ধোনীর দ্বারে।
অসুর নাসীতে ধরায় এসে
অসুরের পূজায় তুষ্ট হলে।
তুমি অসুরের প্রতি সদয় হলে
গরিবের কথা ভুলেই গেলে।

No comments:

Post a Comment

দিনাজপুর জেলার ইতিহাস অনুসন্ধান দ্বিতীয় খণ্ড

দিনাজপুর জেলার ইতিহাস অনুসন্ধান ( দ্বিতীয় খণ্ড ) দিনাজপুর জেলার ইতিহাস অনুসন্ধান দ্বিতীয় খন্ড  প্রকাশক : চক্রবর্তী এন্ড সন্স পাবলিকেশন  সম...