Sunday, January 12, 2020






*অবক্ষয়*
 *সীমা চক্রবর্তী*

এই পৃথিবীর গহীনে
সময়ের অবগাহনে
ক্ষয় রোগ লেগেছে বুঝি
তবুও তারে নিয়মিত
একই ভাবে যথাযথ
রঙিন পেয়ালা মাঝে খুঁজি।

চাঁদ টাও ক্ষয়ে গেছে
কিছু তারা নিভে গেছে
জ্যোৎস্না নাচে প্রেতলোকে
শিশিরের শীতল জলে
কতো বিষ আছে গুলে
কতো কথা মরে গেছে শোকে।

নিকষ আঁধার মাঝে
নক্ষত্রের কান্না বাজে
দুরাত্মা করে ফিস ফিস
সাত রঙ গেছে ধুয়ে
শোণিত স্রোতে চুয়ে
ভরে আছে নিকোটিনের বিষ।

জীবনের মূল কথা
বেঁচে থাকার রপ্ত তা
সূর্যটাও দিয়ে যাবে মাত
ফিরে আসবে না আর
যে সময় হয়েছে কাবার
আগামীর মৃত্যু আলবাত।

No comments:

Post a Comment

দিনাজপুর জেলার ইতিহাস অনুসন্ধান দ্বিতীয় খণ্ড

দিনাজপুর জেলার ইতিহাস অনুসন্ধান ( দ্বিতীয় খণ্ড ) দিনাজপুর জেলার ইতিহাস অনুসন্ধান দ্বিতীয় খন্ড  প্রকাশক : চক্রবর্তী এন্ড সন্স পাবলিকেশন  সম...