Sunday, January 12, 2020



ছাপোশা
বাপ্পা মালী


আমি কখনো সাদা হতে চাই নি।
আকাশের মেঘ ভালো লাগে-
বৃষ্টির আগে মেঘের উৎফুল্লতা থাকে,
তা বড্ড প্রিয়।
চুন-সুড়কির মতো খসে পড়ে মুন্ড
মনে হয় কেউ মুখে অন্ধকার লেপটে দিলো।
তাই নাগরিক হতে চাইনি।
চাইনি আমার নামে কলেজ হোক,
ছাপ্পা চলুক,
কেউ এসো বলুক-
তোমার বুকের উপর দাঁড়িয়ে আছি।
ছাপোশা ঘুম।
চোখ-নাক বন্ধ করে পড়ে থাকা।

ভাত উথলে গেলে-
মা খেতে দেয়।
নাগরিক জীবনে এসব থাকে না
প্রতিদিন মিউজিক্যাল চেয়ার হয়।
   


         বাপ্পা মালী
    বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর
  

No comments:

Post a Comment

দিনাজপুর জেলার ইতিহাস অনুসন্ধান দ্বিতীয় খণ্ড

দিনাজপুর জেলার ইতিহাস অনুসন্ধান ( দ্বিতীয় খণ্ড ) দিনাজপুর জেলার ইতিহাস অনুসন্ধান দ্বিতীয় খন্ড  প্রকাশক : চক্রবর্তী এন্ড সন্স পাবলিকেশন  সম...