Monday, March 16, 2020

পুনম বোস সীমাতীত সময়

সীমাতীত সময়


পুনম বোস


ঐ সময়ের টুটি ধরে ছিন্ন করা মগজের ছাড়পত্র
ছাড়পত্রেই লেখা হলো চিতার আহুতি,
যেখানে একদা ছড়িয়ে দেওয়া হতো চিতাগ্নি তন্ত্র
এক ফুঁয়ে উড়ে যেত রক্ত জিহ্বার  বিষাক্ত গর্জন ------
যার চিহ্ন এখোনও বহন করে চলেছে হৃদযন্ত্রের প্রত্যেক মজ্জা,
এক ভয়ানক আবছায়া হায়নার তীব্র হাসিতে এফোঁড়ওফোঁড়!
ঐ ছিন্ন সময়ের রোজ নামচায় একটি মুখোশ এখনও জল পান করে চলেছে;
বিস্ময় ছিন্ন মাস্তুল এখন রেখে দিতে মরিয়া ঐ কাল কুঠুরি চিতা ভস্ম।

No comments:

Post a Comment

দিনাজপুর জেলার ইতিহাস অনুসন্ধান দ্বিতীয় খণ্ড

দিনাজপুর জেলার ইতিহাস অনুসন্ধান ( দ্বিতীয় খণ্ড ) দিনাজপুর জেলার ইতিহাস অনুসন্ধান দ্বিতীয় খন্ড  প্রকাশক : চক্রবর্তী এন্ড সন্স পাবলিকেশন  সম...